ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

শ্রীপুরে বিভিন্ন হাট-বাজারে সকল প্রকার কাঁচা সবজির দাম বেড়েছে

গাজীপুরের শ্রীপুরে রমজান মাস ও সরকার ঘোষিত লকডাউন কে সামনে রেখে বিভিন্ন হাট-বাজার বরমী, জৈনা বাজার ,কাওরাইদ ও মাওনা চৌরাস্তায় এক সপ্তাহের ব্যবধানে সকল প্রকার কাঁচা শাকসবজি দাম বেড়েছে । আজ(১৯  এপ্রিল) সোমবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা কাঁচা বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র, এক সপ্তাহের ব্যবধানে রমজান মাস ও লকডাউন কেন্দ্র করে  প্রতিটি শাক সবজির  দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ২০  থেকে বাড়িয়ে ৮০ টাকা, ঢেঁড়স২০-৫০টাকা, আলু ১২-২০টাকা, কাঁচা মরিচ ২০-৪০টাকা, পটল ২০-৫০টাকা, রসুন৫০-৮০টাকা, টমেটো১০-৩০টাকা, শসা ২০-৪০টাকা লাল শাক, ২০- ৫০টাকা ও পালং শাক ২০-৪০টাকায় বিক্রি হচ্ছে। মাওনা চৌরাস্তা সবজি ব্যবসায়ী আল আমিন জানান, প্রতিটি শাকসবজির দাম বাড়ার কারণ একদিকে রোজার মাস সরবরাহ কম থাকায় ও অন্যদিকে  লকডাউন এ দুটির কে কেন্দ্র করে প্রতিটি শাকসবজির   পরিবহন খরচ বেশি পড়ায় এসব শাকসবজির দাম বাড়ার কারণ। মাওনা চৌরাস্তার বাজারে সবজি কিনতে আসা একজন দিনমজুর সুরুজ মিয়া জানান, এমনিতে আমাদের কাজকর্ম নেই এই লকডাউনে তারপর সবজির দাম বেড়ে যাওয়ায় আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মাওনা চৌরাস্তার ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, পেঁয়াজের দাম সম্পর্কে জানতে চাইলে পেঁয়াজের   প্রচুর সরবরাহ আছে কিন্তু এই লকডাউনে পরিবহন খরচ বেশি পড়ায়  পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আরেকজন  ব্যবসায়ী হৃদয় মিয়া জানান, আড়ৎ পর্যায়ে দাম বাড়ার কারণে এসব শাক সবজির দাম বাড়ার অন্যতম কারণ। স্থানীয়রা এ ব্যাপারে জানান ,উপজেলা প্রশাসন বাজার মনিটরিং না করার এসব শাকসবজির দাম বাড়ার কারণ বলে দায়ী করেছেন।

ads

Our Facebook Page